আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে শহীদ বুদ্ধিজীবী উদযাপন পরিষদ পৌর শহরে একটি শোক র ্যালি বের করে। পরে তারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে চিরঞ্জীব ৭১ স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করে।
এখানে অধ্যাপক প্রশান্ত বসাকের উপস্থাপনায় পরিষদ সভাপতি, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ছাড়াও বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছেলিমা সিদ্দিকা প্রমুখ।
এদিকে একই দিনে বিকেলে মুক্তিযোদ্ধা ভবনে মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে এক আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসির আলী, ওসি গুলফামুল ইসলাম মন্ডল,ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, সমাজসেবা অফিসার আব্দুর রহিম। স্বাগত বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। আরো বক্তব্য দেন- যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে ১৯৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে ১৪ ডিসেম্বরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বিভিন্ন পেশার বাঙালি বুদ্ধিজীবীদের হত্যার ইতিহাস তুলে ধরেন। এইসাথে তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মদান জাতির জীবনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে উল্লেখ করেন। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।