রাণীশংকৈলে স্ত্রীর উদ্দেশ্যে চিরকুট লিখে স্বামীর আত্মহত্যা!
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শান্তিপুর এলাকায় তরিকুল ইসলাম (৩৫) নামে এক ওষুধ কোম্পানির( ড্রাগ ইন্টারন্যাশনাল) বিক্রয় প্রতিনিধি তার স্ত্রীর উদ্দেশ্যে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন।
শুক্রবার ৭ নভেম্বর সন্ধ্যায় তার ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তরিকুল স্ত্রী আশা বেগমকে নিয়ে শান্তিপুর এলাকায় মৃত ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি সিরাজগঞ্জের দত্তবাড়ী গ্রামের দুলাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দাম্পত্য জীবনে তরিকুল ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। শুক্রবার বিকেলে ঝগড়ার পর তরিকুল ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করেন। পরে স্ত্রী আশা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। ঘরে তারা ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তরিকুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের প্যান্টের পকেট থেকে একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে তরিকুল লিখেছেন,… আমি অপরাধী বটে, কিন্তু তুমি যে অপবাদ দিয়েছো আমি নাকি চরিত্রহীন, বিশ্বাস কর আল্লাহর কসম করে বলছি তুমি ছাড়া আমি আর কখনো কোন নারীকে স্পর্শ করিনি। সত্যি বলছি মৃত্যুর আগে কেউ কখনো মিথ্যা কথা বলে না। তুমি যত কথা বা অভিযোগ দিয়েছো তা আমি মাথা পেতে নিবো কিন্তু এই অপবাদ নিতে পারলাম না।
আমার সন্তানদের দেখে রেখো। আমি সত্যিই তোমাকে অনেক ভালবাসতাম।- ইতি তোমার ঘৃণার পাত্র। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান,খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
























