রাণীশংকৈলে ১৫ টি ঘর আগুনে পুড়ে ছাই

সারাদেশ
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের বাজেবকসা গ্রামের একই পরিবারের ৪ ভাইয়ের ১৫ টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে দু’লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।  মঙ্গলবার, ৯ মে সন্ধ্যায় ওই  গ্রামে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় ও ফায়ার সার্ভিসের তথ্যমতে বাজে বকসা গ্রামের রাজেকুল, সাদেকুল,রফিকুল ও শফিরুল ৪ ভাই একই বাড়িতে  বসবাস করে।
ঘটনার দিন ধান সিদ্ধ করা চুলার আগুন থেকে  অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৫ টি গোয়াল ঘর, ৫ টি রান্না ঘর, ৪ টি খড়িঘর ও ১ টি খড়ের গাদাসহ মোট ১৫ টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত রাণীশংকৈল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্টেশন ইনচার্জ নাসিম ইকবালের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস কর্মীরা আধ ঘন্টা  অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ইনচার্জ বলেন, সবমিলে প্রায় দুই লক্ষাধিক টাকার  ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওই রাতেই উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পিআইও স্যামুয়েল মার্ডি ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা তাৎক্ষণিক  ক্ষতিগ্রস্থদের শুকনো খাবার সামগ্রীর প্যাকেট, কম্বল ও আর্থিক সহায়তা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *