রামগড়ে সড়ক সংস্কারের দাবিতে সড়কে মানববন্ধন ও ধানের চারা রোপণ করে প্রতিবাদ
খাগড়াছড়ি রামগড় উপজেলায় প্রধান সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী অনন্য ধরনের কর্মসূচি পালন করেছে। সোমবার সকালে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সোনাইপুল বাজার পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয় জনসাধারণ মানববন্ধন ও প্রতীকী চারা রোপণ করে প্রতিবাদ জানায়।সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগড়-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের সমানে উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানান।স্থানীয়রা সূত্রে জানা যায়, ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কটির সোনাইপুল হতে রামগড় বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়ক খালখন্দে ভরা ও ভাঙা। সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে চলাচলও দুঃসাধ্য হয়ে যায়। দীর্ঘদিন সংস্কার না হওয়াতে প্রতিদিন দুর্ঘটনার স্বীকার হচ্ছেন পরিবহন ও পথচারীরা। এতে সাজেক সহ পার্বত্য চট্টগ্রামে ভ্রমনকারী পর্যটকরাও চরম দুর্ভোগ পোহাচ্ছেন।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, সড়কটির বেহাল দশা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। প্রশাসন আশ্বাস দিলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে এই প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।
মানববন্ধনে রামগড়ের সাবেক কাউন্সিলর ও সমাজসেবক মহিউদ্দিন হারুন বলেন, প্রতিনিয়ত সড়কটিতে গড়ছে ছোটবড় কোন দুর্ঘটনা। ভাঙা সড়কটির দুর্তুদিকে একাদিক শিক্ষাপ্রতিষ্ঠান ও পাহাড়ের অন্যতম আঞ্চলিক সড়ক এটি। দুর্গটনায় শিশু শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আতংকিত থাকেন তাদের অভিবাবকরা। তাই দ্রুত সংস্কারের দাবীতে আমরা ছোট পরিসরে মানববন্ধন ও ধানের চারা রোপন করে সংস্কারের দাবী করছি। এতে যদি কর্তৃকপক্ষের শুভবুদ্ধির উদয় না হয় আগামীতে আরো কঠিক কর্মসূচি দিবে রামগড়বাসী।