রাশিয়ার সামরিক হামলায় ইউক্রেনের ১৯৮ জন নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বিবিসির।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লায়াশকো এ তথ্য জানান।
তিনি বলেন, রাশিয়ার হামলায় এ পর্যন্ত ইউক্রেনের ১৯৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন শিশুও রয়েছে।
ভিক্টর লায়াশকো আরও জানান, রুশবাহিনীর হামলায় এ পর্যন্ত এক হাজার ১১৫ জন আহত হয়েছেন। যার মধ্যে ৩৩ শিশু রয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ভয়াবহ সংঘাত চলছে।
ইউক্রেন সেনাবাহিনীর দাবি করেছে, আক্রমণে জড়িত রাশিয়ার তিন হাজার ৫০০ সেনা নিহত হয়েছে এবং দুইশ সেনা সদস্যকে বন্দি করা হয়েছে।