নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে রেকর্ড গড়ে জয়ে শুরু বাংলাদেশের। বৃস্পতিবার পাকিস্তানের লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ২৮.৫ ওভারে ৯৩ রানেই অলআউট হয় থাইল্যান্ড নারী ক্রিকেট দল। ১৭৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
এর আগে আইরিশ মেয়েদের বিপক্ষে ১৫৪ রান ব্যবধানে জয়ের রেকর্ড ছিল বাংলাদেশের।
লাহোরের সিটি ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি। ইশমা তানজিম বিদায় নেন দুই অঙ্কে পা রাখার আগেই। তবে ফারজানা হকের সঙ্গে শারমিনের ১০৪ রানের জুটি সে ধাক্কাটা সামাল দেয়। ৮২ বলে ৫৩ রান করে ফেরেন ফারজানা।
বাংলাদেশ এরপর আর হোঁচট খায়নি। তৃতীয় উইকেট জুটিতে ১৩৮ বলে ১৫২ রান যোগ করেন নিগার সুলতানা ও শারমিন। তাতেই বাংলাদেশ বিশাল পুঁজি পেয়ে যায়।
ইনিংসের শেষ বলে আউট হন নিগার, তার ঠিক আগেই সেঞ্চুরির দেখা পেয়ে গিয়েছিলেন তিনি। ৭৯ বলে সেঞ্চুরি করে তিনি পেয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি।
তাতে বাংলাদেশও পেয়ে যায় তাদের ইতিহাসের সবচেয়ে বড় পুঁজি।নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরির দিনে ১২৬ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন শারমিন আক্তার।
এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় স্কোর ছিল ২৫২ রান। ২০২৪ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে এ রেকর্ড গড়েছিল বাংলাদেশ।
টার্গেট তাড়া করতে নেমে ২৮.৫ ওভারেই দলীয় ৯৩ রানে অলআউট থাইল্যান্ডের নারী ক্রিকেটাররা। পাঁচ উইকেট শিকার করেছেন ফাহিমা।