রোগীদের মাঝে খাদ্য বিতরণের মাধ্যমে হরিভক্তি যুবসভার নববর্ষ উদযাপন
শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সরকারি হাসপাতালে অসুস্থ রোগীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা-শ্রী শ্রী হরিভক্তি যুবসভার নববর্ষ-১৪২৯ উদযাপন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা-শ্রী শ্রী হরিভক্তি যুবসভার উদ্যোগে নবীনগর সরকারি হাসপাতালে রোগীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও খাদ্য বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক।
শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা-শ্রী শ্রী হরিভক্তি যুবসভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমিত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অ্যাড. বিনয় চক্রবর্তী, উপজেলা যুবলীগ সভাপতি সামস্ আলম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান জেমস্, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা হরিভক্তি যুবসভার সদস্য সুব্রত সাহা রানা, উপজেলা হরিভক্তি যুবসভার সাবেক আহ্বায়ক অন্তর রায় পলাশ, বর্তমান সভাপতি বিপুল ঘোষ, সাধারণ সম্পাদক অশোক চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী, সদস্য অনিক চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাব সদস্য শুভ চক্রবর্ত্তী শুভেন্দু, হরিভক্তি সদস্য জয় সাহা,হৃদয় সাহা, সুশান্ত দাস, সৌমিত্র সাহা রনি, সুবিনয় চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী, অনামিকা সাহা, পূজা পাল, তিন্নি সাহা, ডলি সাহা প্রমুখ।
হরিভক্তি যুবসভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমিত চক্রবর্তী বলেন, বাংলা নববর্ষের এই আনন্দময় দিনে যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
আগামীদিন গুলোতে অসহায় মানুষের মাঝে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনের উপস্থিত সদস্যবৃন্দ।