মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃর্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইনসহ একজন গ্রেফতার। সত্যতা নিশ্চিত করে
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প থেকে প্রতিবেদককে জানানো হয়।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানী কমান্ডার, মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে রবিবার ১১ সেপ্টেম্বর দিনগত রাত সোয়া ১১ টারদিকে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন পূর্ব খাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে টাপেন্টাডল ট্যাবলেট-২৫ পিস, হেরোইন ১ গ্রামসহ মাদক ব্যবসায়ী শিপন সাকিদার (৫০), পিতা-মৃত নাজিম সাকিদার, সাং-পূর্ব খাদাইল, থানা-বদলগাছী, জেলা-নওগাঁকে হাতেনাতে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো। এব্যাপারে নওগাঁ জেলার বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছে র্যাব।