Saturday , 20 April 2024
শিরোনাম

লক্ষ্মীপুরে সেই ইউপি সচিবের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু

লক্ষ্মীপুর প্রতিনিধি

জন্মনিবন্ধন সংক্রান্ত অতিরিক্ত অর্থ লেনদেনের কারনে লক্ষ্মীপুর রামগতি উপজেলার ০২ নং চরবাদাম ইউপি সচিব ফিরোজ আলমের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (১ ই আগস্ট) বেলা ১১ টায় চরবাদাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভাগীয় তদন্তের শুনানি করেন জেলা প্রশাসক কার্যালয়ের তদন্তে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্টেট শাহিনা নাছরিন।

শুনানিতে আরো উপস্থিত ছিলেন চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন,ইউপি সদস্য তুহিন,সেলিম,তৌহিদ,রহিম,ইউপি উদ্যোক্তা মাসুম,সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আবদুল মালেক নিরব,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি(উত্তর) জহিরুল ইসলাম টিটু,সাংবাদিক রবিন হোসেন তাসকিন,ফয়সাল কবির,মোহাম্মদ আলী,নাজনীন আক্তার লাখি,মোঃ আরিফ হোসেন,সোহেল হোসেন,নুর হোসেন সহ আরো অনেকে।

শুনানি শেষে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্টেট শাহিনা নাছরিন উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,চরবাদাম ইউপি সচিবের বিরুদ্ধে জন্মনিবন্ধন সংক্রান্ত অতিরিক্ত অর্থ আদায়ের সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ইউপি সচিব ফিরোজকে সাময়িক বরখাস্ত করা হয়, তার পরিপেক্ষিতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ,তদন্ত চলমান রয়েছে।

প্রসঙ্গত: রামগতির ইউপি সচিব ফিরোজের জন্মনিবন্ধন সংক্রান্ত অতিরিক্ত অর্থ লেনদেনের একটি সচিত্র প্রতিবেদন গত ২৮ মে স্থানীয় নিউজপোর্টাল LakshmipurNews24.Net এ প্রকাশিত হলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ বিষয়টিকে গুরুতর অপরাধ এবং চাকুরি নীতিমালা ভঙ্গের কারনে গত ৩১ মে ইউপি সচিব ফিরোজকে সাময়িক বরখাস্ত করেন, এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে ইউপি সচিবকে সাময়িক বরখাস্ত করার পর ক্ষিপ্ত হয়ে স্থানীয় সাংবাদিক রবিন হোসেন তাসকিনের চট্রগ্রাম সাইবার ট্রাইবুনালে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

Check Also

ওমরাহ থেকে ফেরার সময় নির্ধারণ করে দিল সৌদি আরব

হজ শুরুর আগে যারা ওমরাহ পালন করতে গিয়েছেন তাদের ফিরে যাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x