লালমনিরহাট প্রতিনিধিঃ “তরণদের জন্য ডিজিটাল নিরাপদ স্থান তৈরী করো” প্রতিপাদ্যে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে লালমনিরহাটে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তন থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির “অধিকার এখানে, এখনই” প্রকল্পের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। বিশেষ অতিধি ছিলেন, জেলা তথ্য অফিসার মামুন অর রশীদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর রশিদ।
প্রকল্পের সদস্য শহিদ ইসলাম সুজন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র, লালমনিরহাট এর লাইব্রেরী কর্মকর্তা জাকির সোসাইন, ব্র্যাক জেলা যুব সমন্বয়কারী দীপংকর রায়। অধিকার এখানে, এখনই, প্রকল্পের এড়িয়া কো অর্ডিনেটর মাধুরি সুত্রধর প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।