হালিম সৈকত, কুমিল্লা প্রতিনিধিঃ
” প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ”
এ স্লোগানকে সামনে নিয়ে ১লা নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় লালমাই উপজেলা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।
জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে লালমাই উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্ত্বে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক বিকম। পরবর্তীতে উপজেলার প্রশিক্ষিত যুবদের মধ্যে ঋণ বিতরণ করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও স্বাধীন বাংলা ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা কৃষি অফিসার মোঃ জোনায়েদ কবির খান,হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত মোঃ আবু তাহের রনি,পউপ এর চেয়ারম্যান মোঃ আবদুল মালেক,বিশিষ্ট সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম বেলু,স্বাধীন বাংলা ক্লাবের জয়নগর অাঞ্চলিক শাখার সভাপতি জয়নাল আবেদীন হাজারী প্রমুখ।
এছাড়াও উপজেলা যুব উন্নয়ন অফিসের নিবন্ধনকৃত বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রজেক্টরের মাধ্যমে জাতীয় যুব দিবস -২০২২ এর অনুষ্ঠান দেখানো হয়েছে। জাতীয় যুব দিবস-২০২২ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভার্চুয়ালি) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিশেষ অতিথি হিসেবে জাতীয় যুব পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।