মোঃ সেলিম উদ্দীন, বিশেষ প্রতিনিধিঃ
দক্ষিন চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করার পাশাপাশি মাদক পাচারের কাজে ব্যবহ্নত ১টি মাইক্রোবাস জব্দ করেছে থানা পুলিশ।
বুধবার ১৮ আগষ্ট দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের লোহাগড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া সড়ক অংশের চুনতি ইউনিয়নে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে
লোহাগাড়া থানার এসআই মো: সাজিব হোসেন সঙ্গীয় র্ফোস অভিযান চালিয়ে এ ৩ মাদক কারবারিকে আটক করা হয়।
এসময় তাদের তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আটককৃতরা হল
বরিশাল জেলার মোঃ জামাল হোসেনের পুত্র
মো: মুকিবুল হাসান বাবু (৩২), কক্সবাজার জেলার টেকনাফ থানার সাকা মংয়ের পুত্র মিঠুন চাকমা এবং সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার মো: রফিকুল ইসলামেরর পুত্র মোস্তাফিজুর রহমান (২৬)।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩জন মাদক কারবারিকে মাইক্রোবাসসহ আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।