শরীয়তপুরের প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন রওনক জাহান
শরীয়তপুর জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে রওনক জাহান যোগদান করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। শরীয়তপুরে যোগদানের আগে তিনি যশোর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার রওনক জাহান জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসারদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান; অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর হোসেন, পিপিএম-সেবা (ক্রাইম অ্যান্ড অপস); অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন; সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পালসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রওনক জাহানের যোগদানের মধ্য দিয়ে প্রথমবারের মতো শরীয়তপুর জেলা পুলিশে একজন নারী পুলিশ সুপার দায়িত্ব গ্রহণ করায় জেলা জুড়ে আনন্দ ও গৌরবের অনুভূতি প্রকাশ পেয়েছে।















