রাম বসাক , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে জামিরতা উচ্চ বিদ্যালয়ে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট থেকে বেতন আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সরকার টিউশন ফি দিলেও অন্যান্য শিক্ষার্থীদের ন্যায় উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক মাসিক বেতনের নামে টাকা আদায় করছে। ফলে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা সরকারের কাছ থেকে যে বাড়তি সুযোগ-সুবিধা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একটি সূত্র জানায় সরকার যেসব শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে তাদের কাছ থেকে কোনোভাবেই বেতন কিংবা টিউশন ফি আদায় করা যাবে না।
এ বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা উচ্চ বিদ্যালয়ে উপবৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের জিম্মি করে মাসিক বেতন আদায় করছে। এসব শিক্ষার্থী বেতন প্রদানে অস্বীকৃতি জানালে তাদের উপবৃত্তি বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়। জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতিসহ সংশ্লিষ্টদের সিদ্ধান্তেই শিক্ষা প্রতিষ্ঠান হতে তাদের ইচ্ছে মাফিক মাসিক বেতন নির্ধারণ করেছে। অবৈধভাবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা জানায়, প্রতিষ্ঠান প্রধানরা বিভিন্ন কৌশলে শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছে। বিভিন্ন পরীক্ষার সময় উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ সব শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি, বেতন, জরিমানা ও পরীক্ষার ফি আদায় করা হয়।
এ বিষয়ে জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোজাম্মেল হক বলেন, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে বেতনের বিষয়ে সরকার আমাদের হ্যাঁ অথবা না কোনটাই বলেনি। তবে আমরা উক্ত প্রতিষ্ঠানের কমিটির সাথে আলাপ আলোচনা করে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নিচ্ছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহাদত হোসেন জানান, উপবৃত্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় করা যাবে না। যদি কোন প্রতিষ্ঠান উক্ত শিক্ষার্থীদের কাছ থেকে কোন প্রকার বেতন নেয় এবং কোন অভিভাবক বা শিক্ষার্থীরা অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে আমরা প্রয়োজীয় ব্যবস্থা গ্রহন করবো।