রামবসাক
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার- এ প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করে। এদিন সকালে উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরের স্বাধীনতা স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, উপজেলা প্রশাসন , পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ থেকে এক বণার্ঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী ও মহিলা ভাইস-চেয়ারম্যান এলিজা খান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, মুস্তাক আহমেদ প্রমূখ। আলোচনা সভার শুরুতে জন্মদিনের কেক কাটা হয়। এ ছাড়া উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম। অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।