রাম বসাক, শাহজাদপুর,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা এমপির বাড়ির সামনে সিদিমবাড়ির মোরে আজ ২৩ শে অক্টোবর (রবিবার) আনুমানিক সকাল ১২.৩০ মিনিট এ নসিমন ও সিএনজি সংঘর্ষে সিএনজি যাত্রি ১ জন নিহত হয়েছে এবং মা ও ছেলে সহ আহত হয়েছে ৩ জন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, তালগাছি থেকে ছেড়ে আসা সিএনজি সিদিমতলা মোড়ে পৌঁছালে চালিতাতলা থেকে একটি অবৈধ ইন্জিন চালিত নছিমন মহাসড়কে দ্রুতগতিতে ওঠার সময় সিএনজিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ব্রাহ্মসমাজ আলী (৫৫) নামে একজন নিহত হয়। নিহতের বাড়ি উপজেলার রায়পুর ইউনিয়নের চিনাধুকুড়িয়া গ্রামে তিনি মৃত ইদ্রিস আলীর ছেলে।
আহত ব্যক্তিরা যথাক্রমে, ১, মোঃ আবদুল মাজেদ (৩২) পিতাঃ নুরুল ইসলাম, বাহাদুরপুর, গাইবান্ধা ২,মোঃ অনিক, পিতাঃ হাবু শেখ, দারিয়াপুর শাহজাদপুর, ৩, মোছাঃ রোজিনা খাতুন, (৩০)স্বামীঃ হাবু শেখ, দারিয়াপুর শাহজাদপুর। আহত রোজিনার ছেলে অনিক শেখ।
সড়ক দুর্ঘটনার পর এলাকাবাসী ও স্থানীয়রা আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত পাশে অবস্থিত পিপিডি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করেন। শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে এম্বুলেন্স ও একটি গাড়ি এসে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মকর্তা রফিক জানান, আমরা এসে ঘটনাস্থলে কাউকে পাইনি তবে হাসপাতালে ঢোকার পূর্বে একজন মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি এবং আমরা তার নাম ঠিকানা উদ্ধার করেছি।
ঘটনার সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ইন্সপেক্টর আশরাফ আলী সহ একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, নিহত সমাজ আলীর লাশ সুরতহাল করেছি এবং সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের কোন আপত্তি না থাকায় তাকে লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আহত ৩ জন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।