নিজস্ব প্রতিবেদকঃঃ শেখ কামালের জন্মবার্ষিকী পালন যুবলীগ নেতা নোমানের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, শহীদ শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে পুস্পঅর্পণ করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মাজহারুল নোমান খান।
আজ শুক্রবার (৫আগস্ট) সকালে নগর যুবলীগ নেতা মাজহারুল নোমান খানের নেতৃত্বে নগরীর হালিশহর আবাহনী ক্লাব প্রাঙ্গনে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপনকালে উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা মনসুরুল আমিন রিয়াজ, সৈয়দ আজিজ আহমেদ, ফজলে নোমান, ইমরান হারিস, মোঃ রকিসহ ওয়ার্ড যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ আগস্টের শহীদদের রূহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।