রাজশাহী প্রতিনিধি:-রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ‘কটূক্তিমূলক ও কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে রাজশাহীবাসী। ইতোমধ্যেই বিএনপির এই নেতাকে জেলার চারঘাট ও বাঘায় অবাঞ্ছিতের পাশাপাশি দলটির কোনো কর্মসূচি করতে দেয়া হবে না বলে ঘোষণা দেয়া হয়েছে। সম্প্রতি বিএনপি নেতার এমন ‘করুুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে বাঘা উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই ঘোষণা দেয়া হয়।
এদিকে প্রধানমন্ত্রী নিয়ে বিএনপি নেতার এমন ‘অশোভন, অসৌজন্যমূলক, কটূক্তিমূলক ও কুরুচিপূর্ণ’ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিসহ রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা আবু সাঈদ চাঁদের এমন ‘জঘন্য’ বক্তব্যের বিষয়ে দলীয় সিন্ধান্ত মোতাবেক তার (চাঁদ) বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার (২১ জুলাই) সন্ধ্যার পর জেলার বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবিবুরের মোড় এলাকায় পথসভার আয়োজন করেছিলো বিএনপি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আবু সাঈদ চাঁদ বলেন, ‘ শেখ হাসিনা ৯০ বছরের বুড়ার কাছ থেকে তীলক (কপালে টিপ) নিয়ে এসেছিল। ৪০-৫০ বছরের মহিলা তখন তার স্বামী জীবিত ছিল। আর এই মহিলার পছন্দ হয় না তার (শেখ হাসিনা) স্বামীকে। আর তাই পশ্চিম বাংলার জ্যোতি বসুর কাছ থেকে ফোটা দিয়ে আসছিলো।’ এসময় তিনি কোনো মানুষকে ভয় করেন না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।
জিয়াউর রহমানই শেখ হাসিনাকে লন্ডন থেকে নিয়ে এসেছিল উল্লেখ করে চাঁদ বলেন, ‘ শেখ হাসিনাকে সেদিন এই জিয়াউর রহমান সাহেব লন্ডন থেকে নিয়ে এসেছিল। তার বাপ (শেখ মুজিবুর রহমান) বাকশাল তৈয়ার (তৈরী) করে গেছিল। পরবর্তীকালে বহুদলীয় গণতন্ত্র করার মাধ্যমে শেখ হাসিনাকে গণতন্ত্র করার পর…না হলে তো শেখ হাসিনা আজও দেশে আসতে পারতো না।’
বিএনপি নেতাদের উদ্দেশ্য করে চাঁদ বলেন, ‘আগামী দিন আমরা একমত থাকবো নাকি? কিছু কিছু মানুষ শাহরিয়ার (পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম) চক্রান্তে রাতের অন্ধকারে মিল হয়। ওই বিএনপি আর করতে হবে না। বিএনপি করতে হলে কোনো ভায়া চলবে না। বিএনপি করতে হলে তারেক রহমানের বিএনপি করতে হবে।’
প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপির এই নেতার এমন বক্তব্যের প্রতিবাদে চারঘাট-বাঘাসহ পুরো রাজশাহীতে প্রতিবাদের ঝড় উঠেছে। গত শুক্রবার (২৩ জুলাই) প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বাঘা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সবাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে বাঘায় চাঁদকে অবাঞ্ছিতের বাঘা ও চারঘাট উপজেলায় বিএনপির দলীয় কোনো কর্মসূচি করতে দেয়া হবে না বলেও ঘোষণা দেয়া হয়।
জানতে চাইলে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা চাঁদের এমন কটূক্তিমূলক বক্তব্য বাঘা-চারঘাট এলাকার মানুষ কখনোই সহ্য করবে না। প্রধানমন্ত্রী ছাড়াও রাজশাহী-০৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছে ওই চাঁদ। তাকে বাঘা-চারঘাটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিএনপির কোনো কর্মসূচি আমরা বাঘা-চারঘাটে হতে দেবো না।’
রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি বলেন, ‘আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা চাঁদের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রীকে নিয়ে সে যে ধৃষ্টতা দেখিয়েছে তাতে রাজশাহীর সর্বস্তরের মানুষ ফুঁসে উঠেছে। দলীয় সিদ্ধান্তের আলোকে বিএনপির এই নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহীতে বিএনপির নেতারা একের পর এক মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়াম লীগ নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েই আসছে। এবার আর ছাড় নয়। আমরা বিএনপির এই নেতার বিরদ্ধে দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।’