লাতিফুল আজম ,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয় সফি মিয়া মর্ডান মার্কেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসান মন্ডল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রশিদুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান চিলু, সহ-সভাপতি রাশেদুর রহমান,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ফজলে রহমান, সহ-সভাপতি ছাইয়েদ হোসেন সাবুল, কৃষকলীগের সভাপতি মিথুন কুমার রায়, সাধারণ সম্পাদক শাকিল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তার কন্যা আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা ১৯৮১ সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটিতে পা রাখেন। তিনি এসে নামাজ পরে দুটি কথা বলেছিলেন-আমি সব কিছু হারিয়েছি, আমার হারাবার কিছু নেই। আমি বাংলার প্রতিটি মানুষের জন্য কাজ করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন। সেই থেকে অদ্যাবধি তিনি মানুষের জন্য কাজ করে আসছেন।