বাইরের উত্তাপ মাঠেও ছড়ালো। ম্যাচে টানটান উত্তেজনা ছড়ালো। একবার পাকিস্তান সমর্থকরা উল্লাসে ফাটেন, পরেরবার ভারতীয় সমর্থকরা। ম্যাচ কখনও ভারতের দিকে আবার কখনও পাকিস্তানের দিকে। হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠা, তো পরক্ষণেই আবার রক্ষণাত্মক। বৈচিত্রভরা এ ম্যাচে রানও তাই উঠছিল বলের সঙ্গে পাল্লা দিয়ে। তবে শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ হাসিটা হাসলো ভারত।