শ্রীনগরে ৩ইউনিয়নে বিসিবির পণ্য পেল ১৩শ’ ৬২ জন ।
এইচ. আই. লিংকন শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে পবিত্র রমযান উপলক্ষ্যে ৩টি ইউনিয়নে ১৩শত ৬২ জন নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রয় করা হয়। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল থেকে উপজেলার বাড়ৈখালী, হাঁসাড়া ও কোলাপাড়া ইউনিয়নের ১৩শত ৬২টি পরিবারের মাঝে এই বিক্রয় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র রমযান উপলক্ষ্যে সমগ্র বাংলাদেশে তৃণমূল পর্যায়ে নিম্ন আয়ের মানুষের প্রায় এক কোটি পরিবারের মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রয় কার্যক্রমের আওতায় শ্রীনগর উপজেলায় ২য় ধাপে ৭,২০৩ জন নিম্ন আয়ের উপকারভোগীর মাঝে বিক্রয়ের জন্য ১৪.৪০৬ মেট্রিকটন চিনি, ১৪.৪০৬ মেট্রিক টন মশুর ডাল, ১৪৪০৬ লিটার সয়াবিন তেল ও ১৪.৪০৬ মেট্রিকটন ছোলা বরাদ্দ দেয়া হয়েছে। আজ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে এই টিসিবির পণ্য বিক্রয় করা হয় পরবর্তীতে অবশিষ্ট ইউনিয়নে বিক্রয় কার্যক্রম চলমান থাকবে।