দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বরিশাল থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বুধবার বিকেলে শপথ নিয়েছেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ। ওই খবরে তাঁর নির্বাচনী এলাকায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোটের পর কোণঠাসা হয়ে পড়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বুধবার বিকেলে তাঁরা হিজলা, মেহেন্দীগঞ্জ ও কাজীরহাটে একযোগে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একইভাবে নির্বাচনী এলাকার সবগুলো ইউনিয়নে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করে আনন্দ -উচ্ছ্বাসে মেতে ওঠেন। দ্বাদশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনে নির্বাচিত সংসদ সদস্যেরা শপথ নিয়েছেন আজ বুধবার বিকেলে। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাঁদের শপথ পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শাম্মী আহমেদের শপথের খবর পাওয়ার পরপরই বুধবার বিকেলে হিজলা উপজেলা ও কাজীরহাট থানা সদরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠেন।
মেহেন্দীগঞ্জের সবগুলো ইউনিয়নে পৃথক মিছিলের আয়োজন করা হয়। মিছিল করে একে অপরকে মিষ্টি বিতরণ করে আনন্দের জানান দেন। হিজলার সদর খুন্না বাজার আওয়ামী লীগের কার্যালয় থেকে বুধবার বিকেলে একটি আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব। এ সময় সেখানে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমির হোসেন , পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, সভাপতি মিজান সরদার, সম্পাদক সৈয়দ তানভীর, কৃষক লীগ সাধারণ সম্পাদক সৈয়দ টিটু,সহ অসংখ্য নেতা-কর্মী। মিছিল শেষে তারা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন।
এছাড়া গুয়াবাড়ি ইউনিয়নের কাউরিয়া বাজারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব মোহাম্মদ দীপু। হরিনাথপুর ইউনিয়নের হরিনাথপুর বাজারে থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ নেতৃত্বে একটি আনন্দ মিছিল হয়। এছাড়া গৌরবদি ইউনিয়নে থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হিজলা গৌরবব্দীর চেয়ারম্যান নজরুল ইসলাম মিলনের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়।
মেহেন্দীগঞ্জ উপজেলা সদরে দলীয় কার্যালয়ে সন্ধ্যার পরে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা অংশ নেন। এছাড়া উপজেলার দড়িচর-খাজুরিয়া, গোবিন্দপুর, উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়নে পৃথক আনন্দ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল খান দৈনিক যায় যায় দিন কে বলেন বলেন, শাম্মী আহমেদ সংসদ সদস্য হওয়ায় এই এলাকার দলীয় নেতা-কর্মীদের অনেক দিনের প্রত্যাশা পূরণ হয়েছে। অপশক্তির নির্যাতন থেকে নেতা-কর্মীরা এখন মুক্ত হবেন, সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।