Saturday , 20 April 2024
শিরোনাম

সরকারি নির্মাণাধীন ২০ তলা ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে শ্রমিক নিহত ।

স্টাফ রিপোর্টার : রাজধানীর ঢাকার আজিমপুরে সরকারি নির্মাণাধীন ২০ তলা ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন শ্রমিক। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আজিমপুরে ভিকারুননিসা স্কুলের সামনের একটি সরকারি ভবনে ঘটনাটি ঘটে। ভবনের ইলেকট্রিশিয়ান মো. কাজল বলেন, এই সরকারি ভবনটি নুরানী কনস্ট্রাকশন কোম্পানির মাধ্যমে তৈরি হচ্ছে। রাতে পাঁচজন শ্রমিক লিফটের ১০ তলায় প্লেনশিটের ওপরে দাঁড়িয়ে ময়লা পরিষ্কার করছিল। এ সময় ময়লার ভারে চার শ্রমিক নিচে পড়ে যায়।

লালবাগ থানার আজিমপুর ফাঁড়ির ইনচার্জ আছিবুজ্জামান আছিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে সরকারি ভবনের ১০ তলার লিফটের ফাঁকা জায়গা দিয়ে চার শ্রমিক পড়ে গেছে। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

লালবাগ পলাশী ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আল মাসুদ বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের মাধ্যমে উদ্ধারকাজ চালানো হয়। রাত ১২টা ৪০ মিনিটে নাজমুল নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়।

Check Also

ওমরাহ থেকে ফেরার সময় নির্ধারণ করে দিল সৌদি আরব

হজ শুরুর আগে যারা ওমরাহ পালন করতে গিয়েছেন তাদের ফিরে যাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x