দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও মন্তব্য করায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের ৬ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক মাসুম শেখ সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের সাময়িক বহিষ্কার করা হয়। তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখা বরাবর সুপারিশ করা হয়।
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের বহিষ্কার হওয়া নেতারা হলেন- কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান ও হাবিবুর রহমান রানা, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান ও ইমন সরদার, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহাগ শরিফ এবং ১৪নং নিজামকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহাগ মোল্লা।
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করার সুযোগ নেই। নীতি আদর্শ পরিপন্থী কাজের জন্য তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।