এম,এ,রাজ্জাক
সাটুরিয়ো (মানিকগঞ্জ প্রতিনিধি)
মানিকগঞ্জের সাটুরিয়ায় ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও ধারালো অশ্রসহ ২ ডাকাত সর্দার গ্রেফতার হয়েছে। শুক্রবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতি কালে উপজেলার হরগজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে সাটুরিয়া থানার টহল পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মানিকগঞ্জের দৌলত পুর উপজেলার মীর হাটাইল গ্রামের মৃত কুদ্দুস আলীর পুত্র মো.রুস্তম আলী ওরফে রুস্তম ডাকাইত (৫১) ও একই এলাকার গোপাল শেখের পুত্র মো.সুমন মিয়া (২৮)। তাদের দুজনের নামে চুরি-ডাকাতিসহ বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলন করে ওসি সুকুমার বিশ্বাস জানায়, সাটুরিয়া থানার এসআই মোস্তফা আহম্মেদ ফোর্সসহ শুক্রবার গভীর রাতে নিয়মিত টহল কালে হরগজ এলাকায় দুইটি সিএনজি রাস্তায় দাড়িয়ে থাকতে দেখেন। পুলিশের উপস্থিতিত টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। কিন্তু একটি সিএনজি ষ্ট্রার্ট হচ্ছিল না। ওই সিএনজি আটক শেষে আরোহীদের তল্লাসী করে মেলে, রামদা, ছুরি, স্বাপল, লোহার নাকাশী, কৌটায় একধরনের পাউডার। আটক করে থানায় নিয়ে এলে, তথ্য প্রযুক্তি ব্যবহারে তাদের বিরুদ্ধে মেলে একাধিক চুরি ডাকাতির অসংখ মামলার আলামত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেতনা নাশক ব্যবহার করে বিভিন্ন এলাকায় ডাকাতির কথা স্বীকার করে। এদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুজনকে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।