সানি লিওন ঢাকায়!

অন্যান্য

ভারতীয় অভিনেত্রী সানি লিওন বাংলাদেশে পৌঁছেছেন। শনিবার তিনি ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট দিয়ে নিজেই ঢাকায় পৌঁছানোর কথা জানিয়েছেন।

একটি ছবিতে দেখা যায় সানি লিওন হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ভি’ চিহ্ন দেখিয়ে আনন্দ প্রকাশ করছেন।

অপর ছবিতে গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবরকে দেখা যায়।

বাংলাদেশি চলচ্চিত্র ‘সোলজারস’-এর শুটিং করতে ঢাকায় এসেছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনিবার্য কারণ দেখিয়ে এক বিজ্ঞপ্তিতে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করার কথা জানায়।

প্রসঙ্গত, এবার নিয়ে দুবার সানি লিওনকে বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয়। এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা থাকলেও ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।সূত্র-দেশ রূপান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *