মনির হোসেন ময়নাল-
সিংগাইর উপজেলা প্রতিনিধি মানিকগঞ্জ।
বুধবার(৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার চান্দহর ইউনিয়নের চান্দহর গ্রামের মৃত কাদেরের ছেলে মোঃ সাইদুর(২৮) ইয়াকুব আলীর ছেলে মোঃমামুন(২১) ও চর চান্দহর গ্রামের সিরাজুল মিয়ার ছেলে সানোয়ার হোসেন ওরফে সানু(৩৪)।
জানা যায়, মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি অভিযানিক দল এসআই মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবপুর জনৈক বিপ্লবের রাইচ মিলের সামনের পাকা রাস্তা হতে আসামী ইয়াবা ট্যাবলেটসহ আসামিদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।