মনির হোসেন ময়নাল-সিংগাইর উপজেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে জামশা ইউনিয়নের উত্তর জামশা গ্রামে ৩ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
জানা গেছে,মঙ্গলবার(২ জুলাই) আনুমানিক রাত ২ টার দিকে ঐ গ্রামের মান্নান,আক্কাস আলী ও সিদ্দিকুর রহমানের বাড়িতে আনুমানিক ১০ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাতদল প্রবেশ করে এসব বাড়ির সবাইকে জিম্মি করে স্বর্ণ,রুপা ও নগদ টাকাসহ আনুমানিক ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদল ভীতি সৃষ্টি করার জন্য ফাঁকা গুলি ছুঁড়ে। এ ব্যাপারে ওসি সফিকুল ইসলাম মোল্যা সংবাদ মাধ্যমকে জানান,অভিযোগ পায়নি,অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।