সিঙ্গাপুরের প্রেসিডেন্টস ভলান্টিয়ারিজম এন্ড ফিল্যানথ্রোপি অ্যাওয়ার্ড (পিভিপিএ) পেয়েছেন বাংলাদেশি তরুণ মোহাম্মদ নাজমুল হক খান।
গত ১০ অক্টোবর ন্যাশনাল ভলান্টিয়ার এন্ড ফিল্যানথ্রোপি সেন্টারের (এনভিপিসি) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এবছর পিপল অব গুড (ওপেন) ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন মোহাম্মদ নাজমুল হক খান।
সিঙ্গাপুরে বসবাসকারী অভিবাসীদের ক্ষমতায়ন, পারস্পরিক সহযোগিতা, ক্যারিয়ার উন্নয়ন ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন ২৪এশিয়া নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান।
সিঙ্গাপুরে এক হাজারেরও বেশি অভিবাসীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছেন নাজমুল। তার বিশ্বাস, অভিবাসীরা বিপুল সম্ভাবনার অধিকারী এবং তাদেরকে নিজেদের উন্নয়নে সাহায্য করলে তারা ক্যারিয়ারে উন্নতি অর্জন করে কর্ম ও ব্যক্তিজীবনে ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারবেন।
কর্মচঞ্চল ও ইতিবাচক মানসিকতার অধিকারী নাজমুল সবসময় নতুন জিনিস শিখতে ও তা তার আশেপাশের মানুষের সাথে ভাগাভাগি করে নিতে ভালোবাসেন।
২৪এশিয়া ও অভিবাসীদের সাথে নিয়ে তিনি সিঙ্গাপুর রেড ক্রসে রক্তদান কর্মসূচি, খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ এবং কোনি আইল্যান্ডে বর্জ্য সংগ্রহ কর্মসূচি পালন করেছেন।
অভিবাসী শ্রমিকদের সিঙ্গাপুরের ইতিহাস, সংস্কৃতি ও মানুষ সম্পর্কে শিক্ষিত করে তুলে আরও সুসংহত একটি সমাজ গড়ে তোলা নাজমুলের স্বপ্ন।
উল্লেখ্য, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রেসিডেন্টস ভলান্টিয়ারিজম এন্ড ফিল্যানথ্রোপি অ্যাওয়ার্ড (পিভিপিএ) পুরস্কারটি দিয়ে থাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ভলান্টিয়ার এন্ড ফিল্যানথ্রোপি সেন্টার (এনভিপিসি)।