ঢাকা , মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ ভয়াবহ আগুনে পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট সিনহা হত্যা মামলায় বিভ্রান্তি ছড়ানো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন সিদ্ধিরগঞ্জে মসজিদ ভাঙার অভিযোগ মিথ্যা: প্রতিবাদ জানালেন শহীদুল ইসলাম কুমিল্লা বুড়িচং সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার রামগঞ্জে ভাতিজার ছুরিঘাতে চাচার মর্মান্তিক মৃত্যু গাজা যুদ্ধে মৃত্যুর সংখ্যা এক লাখের বেশি: রিপোর্ট রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত রিয়াদের সুযাইদীতে বাংলাদেশী নতুন প্রতিষ্ঠান চাঁদপুর সুপার মার্কেটের উদ্বোধন অনুষ্ঠিত ডাক্তার দেখানোর আগেই রোগীর মৃত্যু!

সিদ্ধিরগঞ্জে মসজিদ ভাঙার অভিযোগ মিথ্যা: প্রতিবাদ জানালেন শহীদুল ইসলাম

তুষার খান, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়াকফকৃত জমিতে নির্মিত একটি মসজিদ ভেঙে বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগ করে গত ২৪ নভেম্বর বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক, ব্যবসায়ী ও সমাজসেবক শহীদুল ইসলাম।

এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি জানান, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, মিজমিজি সালুহাজী রোড এলাকায় অবস্থিত বায়তুস সালাম জামে মসজিদটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি ঢুকে পড়ে, রাস্তার তুলনায় নিচু হওয়ায় মুসল্লিদের নুইয়ে প্রবেশ করতে হয় এবং ওজুখানাসহ নানা সমস্যা দেখা দিয়েছে। তাই আত্মীয়-স্বজন, স্থানীয়দের সহযোগিতায় মসজিদটির ভবন পুনর্নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে।

শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন, “সম্প্রতি একটি অসাধু মহল মসজিদটিকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়াচ্ছে ও ষড়যন্ত্র করছে, যা অত্যন্ত দুঃখজনক।” তিনি জানান, মসজিদের জমির মালিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র তাদের পরিবারভুক্তদের কাছেই রয়েছে এবং সালাহউদ্দিন হাজীর ওয়ারিশরা মসজিদ পরিচালনার দায়িত্ব তাদের ওপর অর্পণ করেছেন। জমি সংক্রান্ত পূর্বের ভুল-বোঝাবুঝিও আদালতের মাধ্যমে মীমাংসা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, অতীতে এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকার কথাও উল্লেখ করেন শহীদুল ইসলাম। তার দাবি, “একটি স্বার্থান্বেষী মহল আমার সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার জন্য মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করিয়েছে।”

শহীদুল ইসলাম বলেন, “মসজিদ আল্লাহর ঘর। এটিকে কেন্দ্র করে রাজনীতি বা মিথ্যাচার না করে এর উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত।” পাশাপাশি তিনি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
৬০৬ Time View

সিদ্ধিরগঞ্জে মসজিদ ভাঙার অভিযোগ মিথ্যা: প্রতিবাদ জানালেন শহীদুল ইসলাম

আপডেটের সময় : ০১:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়াকফকৃত জমিতে নির্মিত একটি মসজিদ ভেঙে বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগ করে গত ২৪ নভেম্বর বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক, ব্যবসায়ী ও সমাজসেবক শহীদুল ইসলাম।

এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি জানান, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, মিজমিজি সালুহাজী রোড এলাকায় অবস্থিত বায়তুস সালাম জামে মসজিদটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি ঢুকে পড়ে, রাস্তার তুলনায় নিচু হওয়ায় মুসল্লিদের নুইয়ে প্রবেশ করতে হয় এবং ওজুখানাসহ নানা সমস্যা দেখা দিয়েছে। তাই আত্মীয়-স্বজন, স্থানীয়দের সহযোগিতায় মসজিদটির ভবন পুনর্নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে।

শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন, “সম্প্রতি একটি অসাধু মহল মসজিদটিকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়াচ্ছে ও ষড়যন্ত্র করছে, যা অত্যন্ত দুঃখজনক।” তিনি জানান, মসজিদের জমির মালিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র তাদের পরিবারভুক্তদের কাছেই রয়েছে এবং সালাহউদ্দিন হাজীর ওয়ারিশরা মসজিদ পরিচালনার দায়িত্ব তাদের ওপর অর্পণ করেছেন। জমি সংক্রান্ত পূর্বের ভুল-বোঝাবুঝিও আদালতের মাধ্যমে মীমাংসা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, অতীতে এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকার কথাও উল্লেখ করেন শহীদুল ইসলাম। তার দাবি, “একটি স্বার্থান্বেষী মহল আমার সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার জন্য মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করিয়েছে।”

শহীদুল ইসলাম বলেন, “মসজিদ আল্লাহর ঘর। এটিকে কেন্দ্র করে রাজনীতি বা মিথ্যাচার না করে এর উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত।” পাশাপাশি তিনি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।