নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন আহমেদ কে উদ্দেশ্য করে কটুক্তি মিথ্যাচার মানহানি ও সম্মানহানিকর বক্তব্য সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোষ্ট দেওয়ায় আনোয়ার হোসেন বেলুর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী। গতকাল রবিবার বেলা আড়াইটার দিকে শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় আধাঘণ্টাব্যাপী শতাধিক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা আনোয়ার হোসেন বেলুকে অনতিবিলম্বে আওয়ামীলীগ থেকে আবাঞ্চিত ঘোষণা করার দাবী জানান।
উল্লেখ্য গত ০৪ মার্চ ২০২৩ রোজ শনিবার শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদের সাথে একই মঞ্চে সিরাজদিখান উপজেলা বিএনপির আহবায়ক শেখ মোঃ আব্দুল্লাহকে স্টেজে বসাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে নানাবিধ অপ্রাসঙ্গিক মন্তব্য করে দুজনের ছবি সহ ফেসবুকে পোষ্ট দেয় সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা কমিটির সদস্য আনোয়ার হোসেন বেলু।ফেসবুকের সেই স্ট্যাটাস কে কেন্দ্র করে বিগত কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে চলে নিজ দলীয় নেতাকর্মীদের তর্কবিতর্ক এরই ধারাবাহিকতায় স্কুলের ম্যানেজিং কমিটি ও অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী মানব্বন্ধন করেন।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন,উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের পরিক্ষিত এবং সর্বজন শ্রদ্ধেয় নেতা ও সভাপতি এবং তিনবারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সম্পর্কে ,সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা কমিটির সদস্য আনোয়ার হোসেন বেলু যে সব মন্তব্য করেছেন তা ও আবার ফেসবুকে. এটা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন বলেই আমি মনে করি।বর্তমানে তিনি আমাদের উপজেলা কমিটিতে নেই ইউনিয়ন কমিটিতে আছে।ইউনিয়ন থেকে কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।