এইচ. আই লিংকন,মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের ৯ম শ্রেনির এক ছাত্রীকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এই ঘটনা ঘটে। এবিষয়ে ছাত্রী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনের বিরুদ্ধে লিখিত ভাবে অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানাযায়, শিক্ষার্থীর বাড়ি থেকে বিদ্যায়লে যাতায়াত ব্যাবস্থা খারাপ হওয়ায় বিদ্যালয়ে উপস্থিত হতে দেরি হয়। দেরিতে উপস্থিত হওয়ায় তাকে কোন কিছু জিজ্ঞেস না করেই চুলের মুঠি ধরে অন্য শিক্ষার্থীর উপর ফেলে দেওয়া হয় এবং তাকে একাধিক চর থাপ্পর দেওয়া হয়। এবিষয়ে ছাত্রী অভিযুক্ত ঐ শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত বিচারের দাবী করেন।
অভিযুক্ত শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, সে দেরিতে এসে অন্য লাইনে দারিয়ে ছিল। আমি তার মাথায় হাত দিয়ে তার লাইনে দার করিয়ে দিয়েছি। আমি কোন মারধর করিনি।
বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক নাছির উদ্দিন বলেন, অভিযোগের পেরিক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষটির সত্যতা পাওয়া গেলে বিদ্যালয়ের সভাপতি ইউএনো মহোদয়ের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম তানভির বলেন, বিষটি আপনার মাধ্যমে জানতে পারলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।