মুন্সিগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বালুচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আওলাদ হোসেনের ব্যাক্তিগত অর্থায়নে তার নির্বাচনী এলাকার ১ ২ ও ৩ নং ওয়ার্ডে তিন শতাধিক দুস্থ ও অসহায় মানুষদের মঝে কাপড় ও লুংগি বিতরণ করেন। এছাড়া চর পানিয়া গ্রামের আমরা ক’জন সংগঠনের উদ্যোগে ৫ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী চিনি সেমাই তৈল বিতরণের শুভ উদ্ভোধন করেন সিরাজদিখান উপজেলার বালুচর ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন শনিবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরনের সময় আরো উপস্থিত ছিলেন,বালুচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমিন উদ্দিন চৌধুরী‚সিরাজদিখান বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল লতিফ , ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন, হাজী আব্দুর রহমান আহসান উল্লাহ আব্দুল আজিজ!