ঢাকা , সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আইইএলটিএস পরীক্ষার প্রশ্নপত্রের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ২ ফ্যাস্টিট শাসনে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবে বিএনপি- মির্জা ফখরুল সারাদেশে ৩৩ হাজার মণ্ডপে হবে দুর্গাপূজা, বসানো যাবে না মদ-গাঁজার আসর: স্বরাষ্ট্র উপদেষ্টা দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অফিস করেন না খাদ্য পরিদর্শক বেতন ভাতা নেন নিয়মিত ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না: সেনাবাহিনী আমিরাতের পর এবার সৌদি আরবের কড়া বার্তা পেলো ইসরায়েল রিয়াদে জাকের পাটির আয়োজনে ঈদে মিলাদুনবী (সা:) ও পাটির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বরগুনা জেলার পাথর ঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও স্থানীয় ইউপির নির্বাচনে একাধিকবার নির্বাচিত ইউপির চেয়ারম্যান জনাব কামরুল ইসলামের সংবর্ধনা ও বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান হঠাৎ পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

সুজা মিয়া পীরসাহেবের স্মৃতি বিজরীত জনপদ রংপুর-০১ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ের জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে- অধ্যাপক গোলাম রব্বানী

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-০১ (গঙ্গাচড়া) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্ব ও প্রার্থীর কার্যক্রম জোরদার হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে ভোটকেন্দ্রভিত্তিক সভাপতি ও সম্পাদকদের নিয়ে এক প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আসন পরিচালক মাওলানা নায়েবুজ্জামান এবং সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন পরিচালক মাওলানা সাইফুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা রায়হান সিরাজী। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক তাজউদ্দিন, পর্শুরাম থানা আমির অ্যাডভোকেট মাহবুব আলম, হাজিরহাট থানার নির্বাচন পরিচালক মাহবুবুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অধ্যাপক গোলাম রব্বানী তার বক্তব্যে বলেন,
“রংপুর-০১ আসন জামায়াতে ইসলামীর ঐতিহ্যবাহী আসন। মরহুম রুহুল ইসলাম সুজা মিয়া পীরসাহেব ইসলামী আন্দোলনের জন্য এই জনপদে যে উর্বর মাটি তৈরি করে গেছেন, সেটি আজও আমাদের প্রেরণা। অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন এই আসনে ইসলামী আন্দোলনের গণজোয়ার অনেক বেশি আশানুরূপ। এ ধারাকে বিজয় পর্যন্ত ধরে রাখতে হলে কর্মী বাহিনীকে নিরলসভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে কিছু ঘটনা ঘটিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে যেনতেনভাবে নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হক নূরের ওপর হামলাও সেই চক্রান্তের অংশ।”

অধ্যাপক গোলাম রব্বানী অভিযোগ করেন, “পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তাদের রেখে যাওয়া প্রশাসনের কিছু অংশ ও জাতীয় পার্টিকে ভর করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। এ ব্যাপারে দেশবাসীকে আরও সজাগ থাকতে হবে।”

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
৫৫৯ Time View

সুজা মিয়া পীরসাহেবের স্মৃতি বিজরীত জনপদ রংপুর-০১ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ের জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে- অধ্যাপক গোলাম রব্বানী

আপডেটের সময় : ১২:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-০১ (গঙ্গাচড়া) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্ব ও প্রার্থীর কার্যক্রম জোরদার হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে ভোটকেন্দ্রভিত্তিক সভাপতি ও সম্পাদকদের নিয়ে এক প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আসন পরিচালক মাওলানা নায়েবুজ্জামান এবং সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন পরিচালক মাওলানা সাইফুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা রায়হান সিরাজী। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক তাজউদ্দিন, পর্শুরাম থানা আমির অ্যাডভোকেট মাহবুব আলম, হাজিরহাট থানার নির্বাচন পরিচালক মাহবুবুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অধ্যাপক গোলাম রব্বানী তার বক্তব্যে বলেন,
“রংপুর-০১ আসন জামায়াতে ইসলামীর ঐতিহ্যবাহী আসন। মরহুম রুহুল ইসলাম সুজা মিয়া পীরসাহেব ইসলামী আন্দোলনের জন্য এই জনপদে যে উর্বর মাটি তৈরি করে গেছেন, সেটি আজও আমাদের প্রেরণা। অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন এই আসনে ইসলামী আন্দোলনের গণজোয়ার অনেক বেশি আশানুরূপ। এ ধারাকে বিজয় পর্যন্ত ধরে রাখতে হলে কর্মী বাহিনীকে নিরলসভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে কিছু ঘটনা ঘটিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে যেনতেনভাবে নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হক নূরের ওপর হামলাও সেই চক্রান্তের অংশ।”

অধ্যাপক গোলাম রব্বানী অভিযোগ করেন, “পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তাদের রেখে যাওয়া প্রশাসনের কিছু অংশ ও জাতীয় পার্টিকে ভর করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। এ ব্যাপারে দেশবাসীকে আরও সজাগ থাকতে হবে।”