সুনামগঞ্জে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় ত্রাণ দিলেন জাপান ছাত্রলীগ।
জাপান ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাইসুল ইসলাম রকি এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন মামুন তত্ত্বাবধানে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের
আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক মিহির দাস এর সহযোগিতায় উক্ত ত্রাণ সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ জাপান শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন মামুন বলেন, শিক্ষা শান্তি ও প্রগতির ইতিহাস ও ঐতিহ্যবাহী বাংলাদেশ ছাত্রলীগ এখন শুধু দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন নয়, সেই পশ্চিম ইউরোপ তথা সারাবিশ্বের সর্ববৃহৎ এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
বরাবরের মতোই বাংলাদেশের যেকোন ক্লান্তিময় সময়ে ও প্রাকৃতিক দুর্যোগে মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে, বাংলাদেশের দুর্যোগ এবং ক্লান্তিময় সময়ে তাদের পাশে ছিল, আছে ও থাকবে। আপনারা জানেন যে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় বানভাসী মানুষের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের আন্তর্জাতিক ইউনিট গুলো সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে।
ভবিষ্যতেও আমরা বাংলাদেশের যেকোনো ক্লান্তিময় সময় এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব ইনশাল্লাহ।