মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বান্দরবানে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন শনিবার সকালে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় রাজারমাঠ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি বান্দরবান শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে সমবেত হয়।
শোভাযাত্রায় ব্যানার ও প্লাক্যার্ড হাতে নিয়ে আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সকলে।
এসময় পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা আওয়ামী লীগের সদস্য ও বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম,৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: কালু,সাধারণ সম্পাদক মোঃ জলিল, ৬নং ওয়ার্ড সভাপতি আওয়ামী লীগের সভাপতি আবুল বশর সওদাগর, সাধারণ সম্পাদক ঝন্টু দাস, ৯নং ওয়ার্ড দক্ষিণ শাখার সভাপতি মোঃ আবুল কালাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক সুনীল কান্তি দাশ,সহ সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।