শুধু নেয়ার মাঝেই সুখ নেই, দেয়ার মাঝেও সুখ আছে। আর সেটা প্রমাণ করলেন চুয়াডাঙ্গার ভূমিহীন জমির উদ্দিন বিশ্বাস। গত জুন মাসে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাড়ি দুই শতক জমি পান তিনি। মাত্র ৮মাসে সংগ্রামী এই যুবক পরিশ্রমের মাধ্যমে নিজে স্বাবলম্বী হয়ে কিনেছেন ৮শতাংশ জমি এবং সেখানে ঘর তৈরি করে স্ত্রী কন্যাকে নিয়ে উঠেছেন নিজ বাড়িতে। ফলে গত ১৮জানুয়ারি জীবন নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উপহারের জমি ও ঘর ফেরত দিয়ে দিয়েছে জমির উদ্দিন বিশ্বাস। আর সহাস্য অনুরোধ করেছেন অন্য একজন ভূমিহীনকে এই ঘর আর জমি উপহার হিসেবে দেওয়ার জন্য।
যে দেশে মানুষ বছরের পর বছর অবৈধভাবে খাস জমি, মানুষের জায়গা-জমি, বাড়ি-ঘর দখল করে রাখে, সেই দেশে আত্মসম্মানে বলিয়ান জমির উদ্দিনরাই আলো জ্বালিয়ে যাবে। এমন আত্মসম্মানের প্রসংশা করছেন এলাকাবাসী।।