স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে অসহায় পরিবারকে টিউবওয়েল প্রদান
কুমিল্লার মুরাদনগরে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে একটি অসহায় পরিবারকে টিউবওয়েল প্রদান করা হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলার চর গ্রামে একটি অসহায় পরিবারকে আজ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।
শুধু টিউবওয়েল নয় এটি স্থাপন করতে যা যা প্রয়োজন এবং খটচ হয়েছে তাও প্রদান করা হয়েছে।
জানা যায় পরিবারটি খুবই গরিব। সুপেয় পানি পানের তাদের কোন ব্যবস্থা ছিলো না। অন্যের বাড়ি থেকে পানি আনতে তাদেরকে বাঁধা দেওয়া হতো বলে পরিবারটি ফ্রেন্ডস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন শিকদারকে জানান। তিনি উদ্যোগ নিয়ে ক্লাবের অপরাপর সদস্যদের সহযোগিতায় আজ পরিবারটির আঙ্গিনায় টিউবওয়েলটি স্থাপন করে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত, ক্লাবের কেন্দ্রীয় সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সহ সভাপতি মোঃ রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন শিকদার,
তিতাস উপজেলা শাখার সভাপতি গোলাম সারোয়ার মাসুম, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান নিরব, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ হানিফ প্রমূখ।
এসময় সংগঠনের সদস্যরা এক প্রতিক্রিয়ায় বলেন,
সংগঠনটি প্রতিষ্ঠাকাল থেকে অধ্যবধি নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। আজকের কাজটিও তারই অংশ বিশেষ। আগামীতে এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
যারা সব সময় আমাদের মানবিক কার্যক্রমে সহযোগিতা
করে থাকেন তাদের প্রতি কৃতজ্ঞতা।






















