হরিপুরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ধোধন
জহুরুল ইসলাম (জীবন), হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
“গাছ লাগাও ঠাকুরগাঁওয়ে, সবুজ থাকো প্রাণপ্রবাহে” এই প্রতি পাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিকালে হরিপুর উপজেলার ৫নং সদর ইউনিয়নের খোলড়া গ্রামের রাস্তায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ধোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলার এস,এফ পিসি অফিসের ভারপ্রাপ্ত অফিসার মীর নজরুল ইসলাম, হরিপুর ইউনিয়র সচিব, ইউনিয়নের নারী সদস্য পারুল , সোহেল,শহিদুল ইসলাম,রাফসান প্রমুখ। জানা যায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের উদ্দেগেও জেলা পরিষদের অর্থয়ানে ঠাকুরগাঁও জেলায় পরিবেশ সুরক্ষা ও কালারফুল ঠাকুগাঁও কর্মসূচি বাস্তবায়নের লক্ষে ২০২৫ সালে ১০ লক্ষ বৃক্ষ রোপনের অংশ হিসেবে হরিপুর উপজেলার ৬ টি ইউনিয়নে এক কিলোমিটার করে রাস্তায় ফলদ,বনজ,ঔষধী সহ ১০ প্রজাতির বিভিন্ন বৃক্ষের চারা রোপন করা হবে।