রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ:
বিএনপি নেতার দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলায় ৩৫ দিন কারাবন্দী ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক, তারুণ্যদীপ্ত জনপ্রিয় নেতা রাজীব শেখ। তরুণ প্রজন্মের জনপ্রিয় এই আওয়ামী লীগ নেতা রাজীব শেখ কারাবন্দী হবার পর থেকেই তার মুক্তির দাবীতে সোচ্চার হয়ে ওঠে দলীয় নেতাকর্মীসহ এলাকার হাজারো সাধারন মানুষ। প্রিয় নেতা রাজীব শেখের নিঃশর্ত মুক্তির দাবীতে তার অনুসারীগণ, দলীয় নেতাকর্মী ও ভালোবাসার মানুষজন রাজপথে নেমে লাগাতার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করতে থাকে । রাজীব শেখের কারাবন্দী হওয়ার ৩৫ দিনেই শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩ টি ইউনিয়নের বিভিন্ন চায়ের দোকানে, অলিগলিতে ও হাটে বাজারে তার মুক্তি কামনায় আলোচনার তুমুল ঝড় ওঠে।
রাজীব শেখের নিঃশর্ত মুক্তির দাবীতে শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড, শক্তিপুর, রূপপুর, পাড়কোলা, নরিনা ইউনিয়নের নরিনা বাজার, রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ি দক্ষিণপাড়, কায়েমপুর ইউনিয়নের কাশিনাথপুর বাজার, পোতাজিয়া ইউনিয়নের রাউতারা, গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল বাসস্ট্যান্ডে ও বেলতৈল ইউনিয়নের বেতকান্দি বাজারসহ বিভিন্ন স্থানে হাজার হাজার জনতা রাস্তায় নেমে ক্ষোভে-বিক্ষোভে ফেটে পড়ে। সেইসাথে তারা লাগাতার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ ষড়যন্ত্রমূলক গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে প্রিয় নেতা ভালোবাসার মানুষ রাজীব শেখের জন্যে।
অবশেষে কারাবন্দীর ৩৫ দিন পর শাহজাদপুরবাসীর সেই প্রিয় নেতা, প্রিয় মুখ, ভালোবাসার পাত্র উপজেলা আওয়ামী লীগ নেতা রাজীব শেখের মুক্তির খবরে দলীয় নেতাকর্মীসহ আবারো হাজারো সাধারন জনমানুষের মধ্যে বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। কারামুক্ত প্রিয় নেতা রাজীব শেখকে সাদরে অভ্যর্থনা জানাতে আবারো হাজারো জনমানুষের ঢল নামে রাজপথে! শতশত মোটরসাইকেল নিয়ে তারা তাদের প্রিয় নেতাকে শাহজাদপুরে বরণ করে নেয় এক আনন্দঘন পরিবেশে! সেইসাথে তারা সংবর্ধিত করে তাদের প্রিয় নেতাকে।
কারামুক্ত হবার পর হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ! সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে রাজীব তার ব্যাক্তিগত ফেসবুক ওয়ালে একটি পোস্টও দেন; যা হুবহু তুলে ধরা হলো-
প্রিয় শাহজাদপুরবাসী,
আসসালামু ওয়ালাইকুম, আমি দীর্ঘ ৩৫ দিন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাবরণ করি, আমি কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামেগঞ্জে আমার প্রিয় দল আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতাকর্মী ও জনসাধারণ আমার মুক্তি চেয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, আজ আমার প্রিয় শাহজাদপুরে আগমন উপলক্ষে বিভিন্নস্তরের মানুষ নিজের পকেটের টাকায় গাড়ির তেল তুলে শত শত হোন্ডা, মাইক্রোবাস, গাড়ি নিয়ে আমাকে রিসিভ করতে এসেছিলেন। আমার মত ক্ষুদ্র একজন মানুষের জন্য আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমি আজীবন আপনাদের কাছে চিরঋনী হয়ে থাকলাম, আমি ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ প্রকাশ করছি,আপনেরা আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা,,, জয় বঙ্গবন্ধু