ডেঙ্গু রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে আলাদা ডেঙ্গু ইউনিট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার।
তিনি বলেন, প্রতিটি হাসপাতালে মশারি ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। রোগী না নিয়ে এলেও হাসপাতাল থেকে মশারির ব্যবস্থা করে দিতে হবে।
আজ (সোমবার) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার এ তথ্য জানান।
সচিব বলেন, রাজধানীর কোনো হাসপাতালেই সিট ফাঁকা নেই। তারপরেও নতুন রোগীদের ফেরত পাঠানো হচ্ছে না। মেঝেতে হলেও তাদের জায়গা এবং চিকিৎসা সেবা দিচ্ছি।
আনোয়ার হোসেন বলেন, হটস্পটগুলোতে দ্রুত অভিযানের ব্যবস্থা নিতে সিটি করপোরেশনগুলোকে বলা হয়েছে। এ ছাড়া মিডিয়া ফোকাস, সবাইকে পার্টিসিপেট, ময়লা দ্রুত পয়ঃনিষ্কাশ ব্যবস্থা গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ সচেতন না হলে অভিযান পরিচালনা করেও কিছু করতে পারব না। আশেপাশের জায়গাগুলো পরিস্কার রাখতে হবে। ডাবের খোসা আমাদের জন্য সর্বনাশের কারণ।