বাংলাদেশি পেসারদের দাপুটে বোলিংয়ে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। কোনো মতে একশ রানের গণ্ডি স্পর্শ করে দলটি। পরে ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে ঝড় তোলেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। ফলে লক্ষ্যটা স্বাগতিকরা টপকে যায় খুব সহজেই।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সুবাদে সিরিজটাও নিজেদের করেছে টাইগাররা।
সিরিজের প্রথম ওয়ানডে রেকর্ড ১৮৩ রানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ এক ইনিংস পরই ভেসে যায় বৃষ্টিতে। এ ম্যাচের জয়ে ২-০ তে সিরিজ জিতল বাংলাদেশ।