Thursday , 28 March 2024
শিরোনাম

২৪ ঘণ্টায় তিন বিভাগে সাতজনের প্রাণহানি

ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সাতজন মারা গেছেন। যার মধ্যে খুলনায় চারজন, রাজশাহীতে দুইজন আর ময়মনসিংহে একজন মারা গেছেন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র ডা.সুহাস রঞ্জন হালদার জানান, এই হাসপাতালের আইসিইউতে তিনজন ও অন্য হাসপাতালে ১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে ৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৬ জন আইসিইউতে, ২৩ জন রেড জোনে ও ১৮ জন ইয়েলো জোনে ভর্তি রয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালের আইসিইউ ও ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে মারা গেছেন। তারা দুজনই পুরুষ। একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে।

এদিকে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে চিকিৎসাধীন ছয়জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৯২ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৪৭ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x