আগামী ২৮ অক্টোবর রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চেয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এ সমাবেশের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।
মঙ্গলবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, জামায়াতকে সমাবেশের কোনো অনুমতি দেয়া হবে না। তাদের কর্মকাণ্ডের দিকে নজর রাখা হচ্ছে।
এর আগে আগামী ২৮ অক্টোবর রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সঙ্গত, সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এরপর মহাযাত্রা কর্মসূচি দেবে দলটি। একই দিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরও পাঁচটি দল ও জোট পৃথক সমাবেশ থেকে একই কর্মসূচি ঘোষণা করেছে।