চাইথোয়াইমং মারমা রাঙামাটি জেলা প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঃহাঃ ইউনিয়ন পরিষদের উদ্যােগের নায্য মূল্যে দামে টিসিবি পণ্য বিক্রি কার্য্যক্রম শুরু হবে। আগামী ২৮ তারিখ বুধবার সকাল ৯ টায় হতে ৪ টায় পর্যন্ত সাধারণ স্থানীয় জনগণ টিসিবি কার্ডধারীরা এসেবা বা নায্য মূল্যে দামে টিসিবি পণ্য ক্রয় কার্য্যক্রম শুরু হবে। এ টিসিবি পণ্য বিক্রি ৩ দিন ব্যাপী ধরে বিক্রি করবে বলে সুত্রে জানা যায়। যেমন,১,২,৩, নং ওর্য়াড কার্ডধারী উপকারভোগিরা বুধবার সকাল ৯ টা হতে সকাল ৪ টায় পর্যন্ত নায্য দামে টিসিবি পণ্য ক্রয় করতে পারবেন। এখানে ২লিটার তৈল, ২কেজি মসুর ডালসহ ১ কেজি চিনি। ৫,৬,৭ ওর্য়াড কার্ডধারী ২৯ তারিখ বৃহস্পতিবার সকাল ৯ টা হতে বিকাল ৪ টায় পর্যন্ত এ পণ্য ক্রয় করতে পারবেন। শেষ দিন ৩০ তারিখ শুক্রবার সকাল ৯ টা হতে বিকাল ৪ টায় ৭,৮,৯ ওর্য়াড স্থানীয় জনসাধারণ উপকারভোগিরা এসব টিসিবি পণ্য নায্য মূল্যে দামে যাদের কার্ডধারী রয়েছে এরা ইউনিয়ন পরিষদ কার্য্যলয়ে গিয়ে টিসিবি লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করা যাবে। এবিষয়ে ইউপি চেয়ারম্যান আদোমং মারমা গনমাধ্যমকে বলেন,অত্র ইউনিয়নের সরকারীভাবে জনগণের স্বার্থের নির্দিষ্ট রুটিন তারিখ বার অনুযায়ী যাদের টিসিবি পণ্য কার্ড রয়েছে এরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে এসব পণ্য ক্রয় করা যাবে। ৩ দিনব্যাপী এসব টিসিবি পণ্য বিক্রি করা হবে। প্রায় সাড়ে বা ১৩ শত জন উপকারভোগিরা এসব পণ্য করতে পারবে বলে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।