লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
৫ম বারের মতো বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার অর্জনের মধ্য দিয়ে জাতীয় পুরষ্কার পেলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।২য় বারের মতো বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রীর ৫ম বারের মতো জাতীয় পুরষ্কার-২০২২ অর্জন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।২৪ জুলাই রবিবার দুপুরে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বন ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিনের কাছ থেকে সাংসদের এই পুরস্কার গ্রহণ করেন এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির কনিষ্ঠ সন্তান ইঞ্জিনিয়ার ফারহান করিম চৌধুরী।ইতোপূর্বে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখায় ২০১৩ সালে তিনি প্রথম জাতীয় পুরস্কার হিসেবে পরিবেশ পদক অর্জন করেন। কৃষিখাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৭ সালে দ্বিতীয় বারের মতো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক লাভ করেন।রাউজান উপজেলায় ১ ঘন্টায় ৪ লক্ষ ৮৭ হাজার ৫৪০ টি গাছের চারা রোপণ করায় ২০১৮ সালে তৃতীয় বারের মতো বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার অর্জন করেন। মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চতুর্থ বারের মতো ২০২১ সালে জাতীয় মৎস্য পদকে ভূষিত হয়েছিলেন তিনি।এবার ২০২২ সালে পঞ্চম বারের মতো বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার পেয়েছেন।