আব্দুল জব্বার স্টাফ রিপোর্টারঃজাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রকাশ্যে চলছে এমবিবিএস ডক্টর সনদ বিক্রি। ৫ লাখ টাকা দিলে একরাতে হওয়া যাবে এমবিবিএস ডক্টর মিলবে বিএমডিসি সনদও। এক্ষেত্রে বিদেশী সনদ এর জন্য ২৫ লক্ষ টাকা ও দেশি সনদের জন্য ৫ লক্ষ টাকা।
যেখানে ডক্টর হতে গেলে পরিশ্রম, মেধা নানা কাঠখর পুড়িয়ে এমবিবিএস সনদ নিয়ে ডক্টর হওয়া যায়। কিন্তু টাকা দিলে মিলছে সনদ।
রাজধানীর খিলক্ষেতে ছোট একটি ফ্লাটে খোলা হয়েছে এ জাল সনদ বিক্রির অফিস। এ অফিস গিয়ে দেখা যায় দুটি টেবিল ও তিনটি চেয়ার অফিসের ইনচার্জ এর সাথে কথা হয় বলেন একদিনের মধ্যে দেওয়া হবে এমবিবিএস ডক্টর সনদ। তার দিকনির্দেশনায় টাকা র বিনিময়ে নেওয়া হলো ডক্টর এর জাল সনদ। সনদ নিয়ে এবার রোগি দেখার পালা, একটি ফার্মেসিতে রোগী দেখার জন্য বানানো হলো ভিজিটিং কার্ড। এভাবেই একদিনে হওয়া যাচ্ছে কোন কিছু যেনে না যেন ডক্টর হওয়ার কৌশল।
কুমিল্লার ডক্টর এ কে আকাশ কোন রকম পড়াশোনা ইন্টারনি করে হয়েছে এমবিবিএস ডক্টর। আছে বিএমডিসির সনদ। এভাবে যেন ডক্টর হওয়া যায় দেখার যেন কেও নেই।
এই যদি হয় দেশের চিকিৎসা ব্যাবস্হা! তাহলে সাধারণ জনগন কতটা সঠিক চিকিৎসা পাবে সে প্রশ্ন থেকে যায়।