৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

অন্যান্য

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: “টেকসই আগামীর জন্য জেন্ডার সমাতাই আজ অগ্রগণ্য ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ৮মার্চ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সভা কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি’র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ লুৎফর রহমান, বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর। আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী। আরো উপস্থিত ছিলেন এলজিইডি বান্দরবান এর সহকারী প্রকৌশলী আসিফ ইদ্রিস, সাংবাদিক মুহাম্মাদ আলী,অন্যন্যা কল্যান নারী কল্যান সংস্থা এর পরিচালক ডনাই প্রু নেলী,কারিতাস প্রতিনিধি লুবনা দাশ,বিএনকেএস প্রতিনিধি মুমু রাখাইন’সহ বিভিন্ন নারী উদ্যোক্তারা এসময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,বর্তমান সরকারের আমলে নারীদের ব্যাপক উন্নয়ন হচ্ছে। নারীরা আজ পিঁছিয়ে নেই ,ঘরে বাইরে নারীরা আজ তাদের প্রতিভা প্রমান করছে । পরে নারী দিবস উপলক্ষে জেন্ডার সমতা বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *