Friday , 29 March 2024
শিরোনাম

অঘোষিত সফরে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত ইরপিনে জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক অঘোষিত সফরে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহর ইরপিনে পৌঁছেছেন। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে সেখানকার মেয়র অলেক্সান্ডার মার্কুশিন লিখেছেন, ট্রুডো আমাদের শহরেরুশ দখলদাররা যে ভয়াবহতা সৃষ্টি করেছে তা স্বচক্ষে দেখতে এসেছেন।

১৯৪৯ সালে ন্যাটোর ১২টি প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে কানাডা অন্যতম। এই বছরের শুরু থেকে ইউক্রেনকে ১১৮ মিলিয়ন মার্কিন ডলার সামরিক সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে কানাডিয়ান সরকার জানিয়েছে।

ইউক্রেন অভিযান শুরুর পর থেকেই ইরপিন শহরে ব্যাপক গোলাবর্ষণ করে আসছে রাশিয়া। অল্প কয়েকদিনের জন্য শহরটিও দখলও নিয়েছিল রুশ বাহিনী।

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x