মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি ভবনে অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনায় পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটির সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে লক্ষ্য করে এই অনলাইন জুয়া পরিচালনা করা হচ্ছিল। চক্রের সদস্যরা প্রতিদিন গ্রাহকদের কাছ থেকে ১০ হাজার রিঙ্গিত (২ লাখের বেশি টাকা) সংগ্রহ করতেন।
গত শুক্রবার কুয়ালালামপুরের জালান ক্লাং লামা সড়ক এলাকার একটি ভবনের ৪০ তলায় এই অভিযান চালানো হয়। অভিযান শেষে মালয়েশিয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নগরপ্রধান হাবিবি মাজিনজি জানান, অনলাইন জুয়ার আসর থেকে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তারের পাশাপাশি বেশ কয়েকটি কম্পিউটার ও হেডফোন জব্দ করা হয়েছে। সেখানকার এক কর্মী দাবি করেছেন, কয়েক মাস বেকার থাকার পর এক বাংলাদেশি এজেন্ট তাঁকে ‘কাস্টমার সার্ভিস’ পদে নিয়োগ দেন।
এর আগে রাজধানীতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। দুই মাস আগে এই জুয়ার আসর চালু হওয়ার পর তিনি কাজ শুরু করেন।